এসএম টিভি ডেস্ক: যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১২১ জন ও নতুন করে মৃত্যু হয়েছে ৭ জনের। সিভিল সার্জনের কার্যালয় তথ্যসূত্রে জানা গেছে,আজ বুধবার করোনায় ১২১ জন শনাক্ত হয়েছেন।
হাসপাতালে মারা গেছেন ২ জন। একজন যশোরের মনিরামপুরের এবং অপরজনের বাড়ি ঝিনাইদহে। এ ছাড়াও যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি আছেন ৮৮ জন এবং আইসোলেশন ওয়ার্ডে আছেন ৫৩ জন। করোনা সংক্রমণের হার ঊধ্বমুখী হওয়ায় চলমান বিধিনিষেধ বাড়ানো হয়েছে আরও ৭ দিন।