সোনাইমুড়ী ডেস্কঃ
যশোরে পিস্তলে গুলিসহ গ্রেফতার হয়েছে এক যুবক। জানা গেছে,যশোর জেলার মনিরামপুর বাজারের পূরবী সিনেমা হল এলাকা থেকে পিস্তলে গুলিসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবকের নাম মেহেদী হাসান (২৪) এবং তার ঠিকানা যশোরে শহরতলীর মুড়লি গ্ৰামে।অভিযানে অংশ নেওয়া এসআই জানান, আসামি যশোর থেকে বাসে উঠে মনিরামপুর বাজারের পুরাতন বাসস্টান্ড নামে পরে সেখানে অপর বাসের অপেক্ষায় ছিল আসামি মেহেদী।
ধারণা করা হচ্ছে কেশবপুরের কোন লোককে অস্ত্র সরবরাহ করতে যাচ্ছিল এই আসামি। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে সেখান থেকে গ্রেফতার করা হয় এবং পরে আসামি মেহেদী কে তল্লাশি করে দেশীয় মডেলের একটা পিস্তল এবং এক রাউন্ড গুলি পাওয়া যায়। তিনি আরো জানান, আসামির বিরুদ্ধে মনিরামপুর থানায় মামলার প্রক্রিয়া চলছে।