এসএম টিভি ডেস্ক:যশোর শহরের কাঠালতলা এলাকা থেকে চারটি গাঁজা গাছসহ একজনকে আটক করেছে পুরাতন কসবা ফাঁড়ি পুলিশ সদস্যরা। ওই চারটি গাছের ওজন দুই কেজি চারশো গ্রাম। আটককৃত আসামির নাম ইব্রাহিম হোসেন।
তথ্যসূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে কসবা ফাড়ির এএসআই শফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে বলে জানা গেছে।