সোনাইমোড়ী ডেস্ক: যশোরে RAB-6 এর অভিযানে ৩০ কেজি ৫০০ গ্ৰাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত আসামির নাম মোঃ রাজিব আহমেদ।
জানা গেছে, গতকাল সোমবার (২২ মার্চ) রাত আনুমানিক ১২ টার সময় র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএ্সপি সোহেল পারভেজ এর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পেয়ে মাগুরা জেলার সদর থানাধীন পারনান্দুয়ালী স্ট্যান্ড ব্যাপারীপাড়া সাকিনস্থ সুরাইয়া সাইকেল স্টোর এর সামনে হইতে অভিযান পরিচালনা করে একটি পিকআপ ভ্যানে লুকিয়ে রাখা ৩০ কেজি ৫০০ গ্রাম গাঁজা, পিকআপ ভ্যান, একটি মোবাইল সেট, একটি সিম কার্ড সহ গাড়ির কাগজপত্র সহ মোঃ রাজিব আহম্মেদ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাব-৬।