২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জন্য বরাদ্দ হয়েছে ১৭২১ কোটি টাকা। বছরের তুলনায় বাজেট বরাদ্দ বেড়েছে ১৮ দশমিক ৭ শতাংশ।
তথ্যপ্রযুক্তিতে ক্রমেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাই সরকার তথ্যপ্রযুক্তি খাতের জন্য বরাদ্দ অর্থ পরিমাণ বৃদ্ধি করেছে। মহামারী কালীন মানুষের তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীলতা বৃদ্ধি পেয়েছে। সেইসাথে সরকারের অবদান ও বৃদ্ধি পেয়েছে। বিশ্বের সব দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে যাচ্ছে। তাই তথ্যপ্রযুক্তি খাতে বেড়েছে অর্থের চাহিদা। সরকার সে অনুযায়ী অর্থের বরাদ্দের পরিমাণ বৃদ্ধি করেছে। বর্তমান সরকারের অন্যতম প্রতিশ্রুতি ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা। তাই বাংলাদেশ সরকার তথ্যপ্রযুক্তি খাতের প্রতি মনোযোগী হয়েছে।
একটি বাজেটের মূল লক্ষ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি। তথ্যপ্রযুক্তি খাতে বরাদ্দ বৃদ্ধি পেলে রাজস্ব বৃদ্ধি পাবে। এবার বাজেটে গত ২০১৯-২০ অর্থবছরের তুলনায় অর্থের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে।