রংপুর বিভাগে সরকারি বিধিনিষেধ অমান্য করে বেপরোয়া চলাফেরা ও স্বাস্থ্যবিধি না মানায় বেড়ে চলছে করোনার সংক্রমণ।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় তথ্যসূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দিনাজপুর, রংপুর ও লালমনিরহাটে করোনাভাইরাস আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে বিভাগের আট জেলায় নতুন করে ৭৮ জন করোনা পজিটিভ হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৩ জন রোগী।
এ নিয়ে রংপুর বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৯৯ জনে পৌঁছেছে।বিভাগে বর্তমানে ১৯ হাজার ১৩৬ জন করোনায় শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৯২৬ জন।