এসএম টিভি ডেস্ক: রংপুর বিভাগ গত ২৪ ঘন্টায় নতুন করে ১৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং নতুন করে মৃত্যু হয়েছে আরো ৩ জনের। নতুন করে সুস্থ হয়েছেন ৬০ জন রোগী। রংপুর বিভাগে করোনায় মোট মৃত্যু ৪১৯ জন।
রংপুর বিভাগ স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে,গত ২৪ ঘণ্টায় বিভাগের রংপুর জেলায় ৩৪ জন, দিনাজপুরে ৩৩ জন, ঠাকুরগাঁওয়ের ৩০ জন, লালমনিরহাটের ১৬ জন, নীলফামারীর ৭ জন, কুড়িগ্রামের ৫ জন, গাইবান্ধার ৩ এবং পঞ্চগড়ের তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
একই সময়ে ঠাকুরগাঁও, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে।
এছাড়াও নীলফামারীতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬০৩ জন। মারা গেছেন ৩৭ জন। কুড়িগ্রামে ১ হাজার ২৭২ জন আক্রান্ত হয়েছেন। ২৪ জনের মৃত্যু হয়েছে। লালমনিরহাটে ১ হাজার ১৪১ জন আক্রান্ত ও ১৬ জনের মৃত্যু হয়েছে। পঞ্চগড় জেলায় ৮৪৭ জন আক্রান্ত ও ২০ জনের মৃত্যু হয়েছে।