স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ২৫ জুন বিভাগের আট জেলার ১ হাজার ১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
একই সময়ে বিভাগের আট জেলায় নতুন করে ২৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৩২ জন রোগী। বিভাগে বর্তমানে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২৪ হাজার ৭৩-এ দাঁড়িয়েছে।
সুস্থ হয়েছেন ১৯ হাজার ২৯৬ জন।
এতে শনাক্ত হওয়া ২৭৫ জনের মধ্যে রংপুর জেলার ১৫৫, দিনাজপুরের ৫২, ঠাকুরগাঁওয়ের ২৮, গাইবান্ধার ১৩, লালমনিরহাটের ১২, পঞ্চগড়ের ৬, কুড়িগ্রামের ৫ ও নীলফামারীর ৪ জন।
একই সময়ে বিভাগের বুড়িমারী ও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও ৮ জন দেশে ফিরেছেন।