সোনাইমোড়ী ডেস্ক: রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। দ্রব্যের মূল্যে বর্তমানে দেখা যাচ্ছে কেজি প্রতি চাল ৭০ টাকা,ডাল ১৪০ টাকা,চিনি ৭৫ টাকা, সয়াবিন তেল ১৪০ টাকা,ব্রয়লার মুরগি ১৭০ টাকা এমন মূল্য আগে কখনো দেখেনি জনগণ বলতে গেলে ইতিহাসের সবোর্চ্চ রেকর্ড দ্রব্যমূল্যের দাম।
সামনে রমজান আসায় কালোবাজারিদের দৌরাত্ম্য বেড়েছে কিন্তু বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেড়ে যাওয়ায় সরকার এর জন্য কোনো পদক্ষেপ না নিয়েই বরংচ সুবিধাভোগীদের আরো সুবিধা দিয়ে যাচ্ছে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্নমধ্যবিত্ত মানুষগুলো দিশেহারা হয়ে পড়ছে।
এই করোনা পরিস্থিতিতে আর কোনো জায়গা না থাকার কারণেই অনেক পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তার মধ্যে এই বর্তমান বাজারে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি দেখে মানসিকভাবে আরো ভেঙ্গে পড়ছে। সরকার এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নিলে রমজান মাসকে সামনে রেখে কালোবাজারিরা ফায়দা লুটতে থাকবে এতে করে সমাজ বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে।
দেশের সাধারণ জনগণসহ আমরা সকলে আশা করি বাণিজ্যমন্ত্রী এবং সরকারের এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ থাকবে এবং আইনগত ভাবে ব্যবস্থা গ্রহণ করবে।