এসএম টিভি ডেস্ক: রাজধানীতে আজ ভোর থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজ মঙ্গলবার সকাল ৬টার পর বিভিন্ন এলাকায় তুমুল বৃষ্টি হয়।টানা দুই ঘণ্টার বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা।
এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। বৃষ্টিতে রাজধানীর মিরপুর, ফার্মগেট, রাজারবাগ, মতিঝিল, সেগুনবাগিচা, টিকাটুলিসহ বিভিন্ন স্থানে পানি জমে। যানবাহন ধীরগতিতে চলাচল করায় দেখা দিয়েছে যানজট। ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।
বিভিন্ন স্থানে উন্নয়ন কাজের কারণে ভোগান্তি বেড়েছে কয়েকগুণ। জলাবদ্ধতার জন্য অপ্রতুল পানি নিষ্কাশন ব্যবস্থাকে দায়ী করছেন নগরবাসী।