এসএম টিভি ডেস্ক: রাজধানীতে থেমে থেমে বৃষ্টির ফলে রাস্তায় পানি জমে যানজটের সৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে রাজধানীতে হঠাৎ বৃষ্টির আগমন। সকাল থেকেই থেমে থেমে হচ্ছে বৃষ্টি। বৃষ্টিতে রাস্তাঘাটে, অলিগলিতে পানি জমে গেছে।
নানা কারণে যারা বাইরে বের হয়েছেন, তারা বেশ ভোগান্তিতে পড়ত দেখা গেছে। বিশেষ করে যানবাহনের সংকটে পড়ছেন অনেকে। রাস্তায় পানি জমে যাওয়ায় যানবাহনের গতি ধীর হয়ে যানজটের সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে জানা গেছে, আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, দিনাজপুর, নীলফামারী, চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে তাপপ্রবাহ কমতে পারে।