এসএম টিভি ডেস্ক: রাজধানীতে ফুটপাতে বসাকে কেন্দ্র করে রাজধানীতে এক হকারের ছুরিকাঘাতে আরেক হকারের মৃত্যু হয়েছে। জানা গেছে,নিহতের নাম সেলিম। তিনি একজন তরমুজ ব্যবসায়ী। নিহত সেলিম নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়।
এবিষয়ে পুলিশ জানায়, শাহবাগ থানা এলাকায় বঙ্গবাজার পুলিশ ফাঁড়ির পাশে শুক্রবার বেলা ১১টার দিকে এই খুনের ঘটনা ঘটে।
ঘাতক সুলতান আখের রস বিক্রেতা। কে কোন জায়গায় বসবে এ নিয়ে তরমুজ ব্যবসায়ী সেলিম ও আখের রস ব্যবসায়ী সুলতানের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় সেলিম সুলতানকে কিল-ঘুসি মারেন।
পরে সুলতান তার মেশিনের লোহার হ্যান্ডেল দিয়ে সেলিমের মাথায় সজোরে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে দুপুর ১২টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান,এ ঘটনায় সুলতানকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।