মিঠুন, সোনাইমুড়ী ডেস্ক: চলমান পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীতে নীলক্ষেত মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাবি অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীরা। এর ফলে ওই এলাকার যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। যানা গেছে ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হবে না এমন সিদ্ধান্ত গ্রহণের প্রতিবাদে রাজধানীতে নীলক্ষেত মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।
তাদের পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত করেছে এবং শিক্ষার্থীরা মুখে একটাই স্লোগান পরীক্ষা চাই।যতদিন না তাদের পরিক্ষা গ্রহণ করা সিদ্ধান্ত না নেওয়া হবে ততদিন পর্যন্ত তারা এই বিক্ষোভ মিছিল চালিয়ে যাবেন বলে জানান। এদিকে এই বিক্ষোভ সমাবেশ এর কারনে নীলক্ষেত মোড়ে রাস্তায় প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে।