এসএম টিভি ডেস্ক: রাজধানীবাসীর দিনটি শুরু হয়েছে বৃষ্টি আর যানজটের ভোগান্তি দিয়ে। আজ মঙ্গলবার ১৫ জুন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। তবে সহসাই থামছে না আষাঢ়ের প্রথম দিনের বৃষ্টির কলতান। সারাদিনই থেমে থেমে ঝরতে পারে বৃষ্টি। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে।
অফিস যাওয়ার ঠিক আগ মুহূর্তে শুরু হয়েছে বৃষ্টি। তাই বাধ্য হয়ে ছাতা মাথায় বের হয়েছে সবাই।
সড়কে বৃষ্টির কারণে শত শত মানুষ বাসে ওঠার জন্য অপেক্ষা করছেন। সড়কজুড়ে যানজট কিন্তু কোনো বাসে ওঠা যাচ্ছে না। প্রায় সব বাসের দরজা আটকানো।
ফলে মাঝপথে অপেক্ষা করা কোনো যাত্রী বাসে উঠতে পারছে না। তাই বৃষ্টি মাথায় নিয়ে সড়কে অপেক্ষা করতে হচ্ছে। বাসের দরজা আটকানোর কারণে ওঠা যাচ্ছে না। অন্যদিকে বৃষ্টি আর যানজটের ভোগান্তি, সব মিলিয়ে আজ সকালে যারা কাজে বের হয়েছেন তাদের সবাইকেই ভোগান্তি পোহাতে হচ্ছে।