সোনাইমুড়ী ডেস্ক:রাজধানীর চকবাজার এলাকা থেকে এক ভুয়া র্যাবকে আটক করেছে র্যাব। জানা গেছে ঐ ব্যক্তির নাম মোঃ ফরহাদ। গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে র্যাব-১০ গোপন সংবাদের ভিত্তিতে ১২টার সময় র্যাব- ১০ এর একটি দল রাজধানীর চকবাজার থানার মৌলভীবাজার এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ নামের ভুয়া র্যাব সদস্যকে আটক করেছে ।
আটককৃত আসামির কাছে একটি র্যাবের জ্যাকেট, একটি মোবাইল ফোন পাওয়া গেছে। আটককৃত আসামি দীর্ঘদিন ধরে ঢাকার চকবাজারসহ বিভিন্ন এলাকায় র্যাবের মতো জ্যাকেট পরে ও র্যাব পরিচয়ে মোবাইল কোর্টের হুমকি দিয়ে বিভিন্ন দোকান থেকে চাঁদাবাজি করতো। আসামি এখন র্যাবের হেফাজতে রয়েছে।