এসএম টিভি ডেস্ক: রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে মাইক্রোবাসের ধাক্কায় নিহত হয়েছে সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক কনস্টেবল। ঘটনাটি ঘটেছে, আজ ১ আগষ্ট রবিবার বেলা ১১টা ৩ মিনিটে। নিহত পুলিশ সদস্যের নাম মো. হেলাল । এঘটনায় ঘাতক মাইক্রোবাস ও তার মালিককে আটক করেছে বলে জানা গেছে। তবে এর চালক পলাতক রয়েছে। পুলিশের তথ্যসূত্রে জানা গেছে, মাইক্রোবাসের ধাক্কায় আহত পুলিশ কনস্টেবল হেলালকে বেলা ১২ টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থায়ী সূত্রে জানা যায়,আজ সকালে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের রাস্তায় দায়িত্ব পালন করছিলেন হেলাল উদ্দিন। এ সময় গাবতলীর দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে সিগন্যাল দেন তিনি। তখন একবার গাড়িটি বেপোরোয়া গতিতে তাকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে গেলে গাড়িটি তার ওপর দিয়ে চালিয়ে দেয় চালক। এরপর হাসপাতালে তার মৃত্যু হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়।
রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় প্রান গেল এক ট্রাফিক পুলিশের।
By SMTV News
0
688
Previous article
Next article