এসএম টিভি ডেস্ক: গতকাল বুধবার ২৬ মে রাত ১২ টার সময় অভিযান পরিচালনা করে রাজধানীর আশুলিয়ায় গাঁজা প্যাকেটজাত করার সময় মা-মেয়েসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃত আসামিরা হলেন- সামসুল হোসেন, শিলা বেগম, মিনা বেগম, আব্দুল মোতালেব। এছাড়াও পলাতক রয়েছেন সুমন ও খোকন নামের দুই ব্যক্তি।
এবিষয়ে আশুলিয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম টিভি সংবাদকে জানায়, মাদক বিক্রির জন্য ট্রলি ব্যাগ ও স্পোর্টস ব্যাগে করে মাদকদ্রব্য নিয়ে আশুলিয়ার চিত্রশাইল এলাকার সুমন নামের এক ব্যক্তির বাড়িতে আসবে কয়েকজন ব্যক্তি। এমন গোপন সংবাদের মাধ্যমে অবস্থান নিয়ে বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে সেই বাড়িতে প্যাকেট করার সময় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেই সাথে তিনজনকে আটক করা হয়। এ সময় দুজন পালিয়ে যান।