সোনাইমোড়ী ডেস্ক: রাজধানীর উত্তরায় রিভার ওয়েভ হোটেলে RAB-10 এর অভিযানে নারীসহ ৩১ জনকে আটক করা হয়েছে।
জানা গেছে, গতকাল রবিবার রাতে RAB-10 অভিযান চালিয়ে নগদ টাকা, মাদক এবং ক্যাসিনো সরঞ্জামসহ ৩১ নারী-পুরুষকে আটক করেছে।
র্যাবের একজন সদস্য সোনাইমোড়ী সংবাদকে জানান, উত্তরার ১০নং সেক্টর রানাভোলা এভিনিউ সড়কে ওয়েভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রোববার গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে নারীসহ ৩১ জনকে আটক করা হয় এসময় তাদের তল্লাশি চালিয়ে নগদ টাকা, মাদক এবং ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটককৃত আসামিদের মধ্যে ৫ জন নারী ও ২৬ জন পুরুষ রয়েছে।