এসএম টিভি ডেস্ক: রাজধানীর কেরাণীগঞ্জে RAB-10 এর অভিযানে অস্ত্রসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত আসামির নাম নিজাম। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি শুটার গান, এক রাউন্ড গুলি ও ৪০ লিটার চোলাই মদ জব্ধ করা হয়।
র্যাব-১০ এর বিজ্ঞপ্তির তথ্যসূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সোয়া ৪টার দিকে র্যাব-১০ এর একটি দল কেরাণীগঞ্জ মডেল থানার পুরাতন সাহাপুর কবরস্থান ঈদগাহ এলাকায় অভিযান চালায়। এসময় ওয়ান শুটার গানসহ নিজামকে আটক করা হয়। আটককৃত আসামি একজন অস্ত্রধারী মাদক ব্যবসায়ী।
তিনি বেশ কিছুদিন ধরে কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদক বেচাকেনা ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে কেরাণীগঞ্জ মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে আলাদা দুটি মামলা করা হয়েছে বলে জানা গেছে।