এসএম টিভি ডেস্ক: রাজধানীর খিলগাঁও রেলক্রসিং এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছে একজন। নিহতের নাম ইলিয়াস মাহমুদ কিরণ।
আজ বৃহস্পতিবার ২৪ জুন সকাল দশটার সময় এই দুর্ঘটনা ঘটে। স্থায়ী সূত্রে জানা গেছে, তিনি একজন ব্যবসায়ী খিলগাঁও বাজারে তার একটা দোকান রয়েছে।
দোকানে যাওয়ার সময় ওই এলাকার রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে বাবার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল এ নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে বলে জানা গেছে।