এসএম টিভি ডেস্ক: রাজধানীর গুলশানে বাসের ধাক্কায় নিহত হয়েছে এক নারী ও আহত হয়েছেন এক তরুণী।
নিহত নারীর নাম শেখ ফৌজিয়া ও আহত তরুণীর নাম আনিসা।
গতকাল শুক্রবার ১৮ জুন রাত ১০টার সময় গুলশানের সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।স্থায়ী সূত্রে জানা যায়,সুবাস্তু নজর ভ্যালি টাওয়ারের বিপরীত পাশে রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস ফৌজিয়া ও তার মেয়ে আনিসাকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে ঢামেক নিয়ে গেলে চিকিৎসক ফৌজিয়াকে মৃত ঘোষণা করেন এবং মেয়েটি আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় আছে।
এবিষয়ে গুলশান থানার পুলিশ জানায়,এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে।
ফৌজিয়ার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।