সোনাইমোড়ী ডেস্ক: রাজধানীর গুলিস্তানে বাসচাপায় নিহত হয়েছে এক নারী। জানা গেছে ,আজ দুপুর ১ টার সময় রাজধানীর গুলিস্তানের শাহ্ মাজার এলাকায় রাস্তা পারাপারের সময় মল্লিক পরিবহনের বাসচাপায় গুরুতর আহত হয় তার সাথে তার মেয়ে থাকায় আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের নাম পারভীন বেগম (৪০) এবং তার ঠিকানা মুন্সীগঞ্জ। নিহত নারীর মেয়ে সংবাদ প্রতিনিধিদের জানান, আমার বাতজ্বর তাই ডাক্তার দেখাতে মায়ের সঙ্গে আজ মুন্সীগঞ্জ থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে এসেছিলাম। ফেরার পথে গুলিস্থান থেকে মুন্সীগঞ্জের গাড়িতে ওঠার জন্য রাস্তা পার হচ্ছিলাম তখন এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়,নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।