এসএম টিভি ডেস্ক: রাজধানীর কারওয়ান বাজার রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে একজন। নিহতের নাম পরিচয় কিছুই জানা যায়নি।
গতকাল সোমবার ২১ জুন দিবাগত রাত সাড়ে ১২টার সময় এই দুর্ঘটনা ঘটে। এবিষয়ে তেজগাঁও থানার পুলিশ জানায়, ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে গতকাল সোমবার রাত সাড়ে ১২টায় ঢাকা মেডিকেলে রুবেল নামের এক পথচারী নিয়ে যান।
পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় তিনি মারা যান। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে বলে জানান।