এসএম টিভি ডেস্ক: রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ২৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৩। আটককৃত আসামিরা হলেন- দীন ইসলাম এবং মো. আজমান।
র্যাব-৩ এর এক সংবাদ বিজ্ঞপ্তি তথ্যসূত্রে থেকে জানা গেছে, রাজধানীর দারুস সালাম এলাকায় কিছু মাদক ব্যবসায়ী ঢাকা থেকে মানিকগঞ্জ হাইওয়ে পাকা রাস্তার ওপর গাঁজা নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি শুক্রবার দুপুর দেড়টার সময় দারুস সালাম এলাকায় অভিযান চালায়। উক্ত অভিযানে ২৯ কেজি গাঁজাসহ দীন ইসলাম এবং মো. আজমান নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আরো জানা যায়,তাদের অপরাধের বিষয়টি স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসা করে আসছে।
তাদের বিরুদ্ধে দারুসসালাম থানায় একটি মামলা করা হয়েছে বলে জানা গেছে।