এসএম টিভি ডেস্ক: রাজধানীর ধানমণ্ডিতে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম বশির উদ্দিন তালুকদার। তিনি রাজধানীর মিরপুর ডিভিশনের এসির দেহরক্ষী ছিলেন। তথ্যসূত্রে জানা গেছে,হাজারীবাগ এলাকায় একটি ফ্যান মেরামত করতে দিয়েছিলেন তিনি।
শুক্রবার রাত সাড়ে ১২ টার সময় কাজ শেষে বাইসাইকেল চালিয়ে সেই ফ্যান নিয়ে মিরপুরের দিকে ফিরছিলেন। পথে ধানমণ্ডি ৭ নম্বর রোডে অজ্ঞাত একটি যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহের পাশে তার সাইকেল ও ফ্যানটি পড়ে ছিলো। পরে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।