এসএম টিভি ডেস্ক: রাজধানীর পল্টন এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ। আটককৃত আসামিরা হলেন- হারুন অর রশিদ, কালা মিয়া, বাছা মিয়া, ইমরান হোসেন, জসিম উদ্দিন ও মুক্তা বেগম ।
এ সময় তাদের চেক করে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এবং সমস্ত ইয়াবা তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। এবিষয়ে ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের অতি. উপ-পুলিশ কমিশনার সংবাদ প্রতিনিধিদের জানান, গতকাল সোমবার ৭ জুন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা চক্রটির সন্ধান পাই। জানতে পারি তারা দেশের সীমান্ত অঞ্চল থেকে ইয়াবা এনে রাজধানীতে সরবরাহ করছে।
পরে পল্টন এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করে উত্তরা জোনাল টিম। তিনি আরো জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।