এসএম টিভি ডেস্ক: রাজধানীর মিরপুর পল্লবী এলাকা থেকে চাঞ্চল্যকর সাহিনুদ্দিন হত্যা মামলার আরেক আসামি কালুকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার ২৭ মে র্যাব-৪ এর সহকারী পরিচালক সংবাদ প্রতিনিধিদের জানান,গতকাল বুধবার রাতে তাকে আটক করা হয়। কালা বাবু মামলার ১৮ নাম্বার আসামি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে ১৬ মে বিকেল ৪টায় সন্ত্রাসীরা জায়গা-জমি নিয়ে বিরোধের মীমাংসার কথা বলে সাহিনুদ্দীনকে পল্লবী থানার ডি ব্লকের একটি গ্যারেজের ভেতর নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ভিকটিমের মায়ের অভিযোগের পর পরিপ্রেক্ষিতে গত সোমবার ১৭ তারিখে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের হয়।
তিনি আরো জানান,সাহিনুদ্দীনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত মানিককে ২০ মে রাতে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় গ্রেফতার করতে গেলে গোলাগুলির ঘটনা ঘটে। সেখানে বন্দুকযুদ্ধে নিহত হন মানিক। এরপর ২২ মে দিবাগত রাতে পল্লবী ১২ নম্বর সেক্টরে সাগুপ্তা হাউজিংয়ের সামনে আরেক আসামি মনির ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।