এসএম টিভি ডেস্ক: রাজধানীর বংশাল থানার সিক্কাটুলী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহতের নাম মোহাম্মদ ইসরাক হোসেন। ঘটনাটি ঘটেছে, গতকাল শনিবার দিবাগত রাতে।
স্থানীয়রা এসএম টিভি সংবাদকে জানায়, গতকাল রাত দুইটার সময় ইসরাক মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়।
গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার সময় তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরো জানান,কিছুদিন আগে স্ট্রোক করে ইসরাকের বাবা মারা যান। এরপর থেকে তিনি তাদের জুতার কারখানার দেখাশোনা করতেন।