এসএম টিভি ডেস্ক: রাজধানীর বনানীতে দ্রুতগতির প্রাইভেট কারের সঙ্গে পিকআপের সংঘর্ষের ফলে নিহত হয়েছে একজন ও আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে আজ শনিবার ১৩ জুন দিবাগত রাতে।
স্থায়ী সূত্রে জানা গেছে,একটি পিকআপ ভ্যানে চড়ে ১৫ থেকে ২০ জন দিনমজুর কাজ শেষে বনানী থেকে বিমানবন্দর এলাকায় যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির প্রাইভেট কার পিকআপটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে উল্টে যায় পিকআপ ভ্যানটি।
ছিটকে রাস্তায় পড়েন এর ওপর থাকা শ্রমিকেরা। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক মারা যান ও আহত হয়েছেন বেশ কয়েকজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ এসে লাশটি উদ্ধার করে।