এসএম টিভি ডেস্ক: রাজধানীতে সড়কে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল এক কলেজছাত্রের। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় মালিবাগে পুরাতন পদ্মা সিনেমা হলের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম মেহেদী হাসান। তিনি ঢাকার একটি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
স্থায়ী সূত্রে জানা গেছে,মেহেদী তুরাগ বাসের মাঝামাঝি জানালার পাশের একটি সিটে বসেছিলেন।
তিনি জানালা দিয়ে বাইরে তাকিয়ে ছিলেন। এসময় অন্য বাসের চাপায় তার মাথা থেঁতলে যায়।
পুলিশ বাস দুটি আটক করেছে। নিহত মেহেদীর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।