এসএম টিভি ডেস্ক:ইন্টার্ন ব্যাংকিং’র প্রতারণার প্রতিবাদে মিরপুরে মানববন্ধন।
আজ মঙ্গলবার রাজধানীর মিরপুরের পশ্চিম মনিপুরি পাড়ায় তিতাস গ্যাসের গ্রাহকদের বিলের প্রায় ১০ কোটি টাকা ফেরত চেয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।
উক্ত মানববন্ধনে বক্তারা জানায়,করোনার সময় ইন্টার্ন ব্যাংকিং অ্যান্ড কমার্স নামের একটি এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে বাড়ি বাড়ি থেকে গ্যাসের বিল সংগ্রহ করে প্রতারক ফারুক।
হাতের কাছে বিল জমা দেয়ার সুবিধা পাওয়ায় টাকা জমা দেন তারা। তবে সেই বিলের টাকা সরকারি কোষাগারে জমা হয়নি।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ তা গ্রাহককে জানায়নি। তিতাস কর্তৃপক্ষের উদাসীনতার সুযোগে প্রতারকরা এই ধরনের প্রতারণার সুযোগ নিয়েছে বলে এমন অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এসময় তারা আরো জানায়, প্রতারিত গ্রাহকরা তাদের বিলের টাকা অবিলম্বে ফেরত দিতে হবে। পাশাপাশি এই প্রতারণার সাথে ফারুকসহ তিতাস গ্যাসের যারা জড়িত তাদের কঠিন শাস্তি দাবি করেছেন তারা।