এসএম টিভি ডেস্ক: রাজধানীর মিরপুরে সোহানা নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় সৎ মা পারভীন ও বাবা সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে,আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার সময় মিরপুর ১১ আদর্শনগর দুই প্লট ৪ নম্বর গলিতে।
নিহত শিশুর মামা এসএম টিভি সংবাদকে জানান, কুলসুমের সঙ্গে ৪ বছর আগে ছাড়াছাড়ি হয় সোহেলের। বিচ্ছেদের পর কুলসুম মেয়েকে নিজের কাছে রাখে। পরে সোহেল তাকে নিজের কাছে নিয়ে আসে। এরপর থেকে সোহানা বাবা ও সৎ মা পারভীনের কাছেই থাকত।
তিনি আরো জানান, সোহানাকে দিয়ে ঘরের কাজ করাতেন পারভীন। কাজ না করলে তাকে মারধর করা হতো। সোহানা এমন অত্যাচারের কথা বারবার তার মামা নূর হোসেনকে জানিয়েছে। নূর হোসেন সোহেলকে বিষয়টি জানিয়ে কোনো সুরাহা পায়নি।
এবিষয়ে পল্লবী থানার এসআই বলেন, ঘটনা জেনে আমরা লাশ থানায় নিয়ে এসেছি। বাবা ও সৎ মাকে আটক করা হয়েছে।