এসএম টিভি ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ নবোদয় হাউজিং সি ব্লকের দুই নম্বর রোডের একটি টিনশেড বাসায় কয়েলের আগুন থেকে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন।
জানা গেছে,আজ শনিবার ২৯ মে রাত তিনটার সময় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের তিন জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- মো. সোহেল, লাবনী আক্তারও মোরসালিন।
অগ্নিদগ্ধ আহতদের মধ্যে সোহেলের ৭৫ শতাংশ, স্ত্রী লাবনী আক্তারের ৩০ শতাংশ ও ছেলে মোরসালিনের ৮০ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।