এসএম টিভি ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় RAB-2 এর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত আসামিরা হলেন-মো.আব্দুল্লাহ ও মো. মুসা। গতকাল বুধবার রাত ৮টার সময় তাদেরকে আটক করা হয়।
RAB-2 এর বিজ্ঞপ্তির তথ্যসূত্রে জানা যায়, RAB-2 এর একটি দল জানতে পারে, মোহাম্মদপুর এলাকায় কিছু মাদক ব্যবসায়ী মধ্যে মাদকের একটি বড় চালান হস্তান্তর হবে।
পরে RAB-2 এর একটি দল রাত ৮টার সময় মোহাম্মদপুরের আসাদ গেইটের সামনে মিরপুর রোডের নিউ কলোনি মসজিদ মার্কেট রূপালী ব্যাংকের সামনে বিশেষ তল্লাশি চৌকি বসায়। সেখানে তল্লাশির সময় মো. আব্দুল্লাহ ও মো. মুসাকে লরি ট্রাকের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে আনা ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য।
তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলে জানা গেছে।