এসএম টিভি ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১৫২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৩। আটককৃত আসামির নাম মো. দেলোয়ার হোসেন।
র্যাব-৩ এর সংবাদ বিজ্ঞপ্তি তথ্যসূত্রে জানা যায়, কিছু মাদক ব্যবসায়ী চক্রের সদস্য পিকআপযোগে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলের চালান নিয়ে যাত্রাবাড়ী হয়ে সায়েদাবাদের দিকে যাচ্ছিল এমন সংবাদ জানতে পারে।
পরে ওই সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর ওই দলটি গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় যাত্রাবাড়ী থানার গোলাপবাগের ভুতের বাড়ি রেস্টুরেন্টের সামনে অভিযান চালায়।
অভিযানে মো. দেলোয়ার হোসেন নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ১৫২ বোতল ফেন্সিডিল এবং একটি পিকআপ উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে বলে জানা গেছে।