এসএম টিভি ডেস্ক: বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ কর চলতি বাজেটে আরোপ করার প্রতিবাদে মানববন্ধন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শিক্ষার্থীরা ১৫ শতাংশ কর বাতিলের দাবিতে এ মানববন্ধন করে।
উক্ত মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, ২০২১-২২ অর্থবছরের বাজেটে আরোপিত করের বোঝাটা শিক্ষার্থীদের ওপর চাপানো হয়েছে। বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ওপর বসানো কর শিক্ষার্থীদের কাছ থেকেই আদায় করা হবে বলে দাবি করেন তারা।
কঠোর আন্দোলনের আগেই সরকারকে বেসকারি বিশ্ববিদ্যালয়ের ওপর থেকে কর আরোপ সিদ্ধান্ত বাতিলের দাবি করা হয়।