এসএম টিভি ডেস্ক: রাজধানীর সাভারের একটি স্পিনিং অ্যান্ড কটন মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, গতকাল শুক্রবার ২৮ মে দিবাগত রাত ১২টার সময় আশুলিয়ার শ্রীপুর এলাকায় এজিজ টেক্সটাইল-স্পিনিং অ্যান্ড কটন মিলস লিমিটেডের একটি গোডাউনে আগুন লাগে। তথ্যসূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১২টার সময় আশুলিয়ার ওই এলাকার একটি সুতার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রাজধানীর সাভারে সুতার গোডাউনের আগুন এক ঘন্টা পর নিয়ন্ত্রণে।
0
641
Previous article
Next article