এসএম টিভি ডেস্ক: রাজবাড়ীতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে,আজ বুধবার ২ জুন সকালে রাজবাড়ীর কালুখালি উপজেলার চরমৃগী গ্রামে।
স্থানীয়রা এসএম টিভি সংবাদকে জানান, রাজবাড়ীর কালুখালি উপজেলার চরমৃগী গ্রামের আব্দুল জব্বার এর সাথে প্রতিবেশি কাদেরের জমির সীমানা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো।
আজ বুধবার সকালে বিরোধপূর্ণ জমিতে কাদের ও তার লোকজন ঘর তুলতে গেলে বাধা দেয় জব্বার।
এসময় দুই পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা সবাই বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।