রাজশাহীতে ট্রাকচাপায় নিহত হয়েছেন দুই জন।
ঘটনাটি ঘটেছে, আজ সোমবার সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কের উপজেলার সেনভাগ এলাকায়।
নিহতরা হলেন- শহীদুল ইসলাম ও আবদুস সামাদ।
স্থানীয় সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান, ব্যাটারিচালিত একটি ভ্যানে রসুন নিয়ে পুঠিয়ার ঝলমলিয়া হাটে যাচ্ছিলেন আবদুস সামাদ নামের এক ব্যক্তি।যাওয়ার পথে সেনভাগ এলাকায় ভ্যানটি উল্টে যায়। এ সময় একটি ট্রাক ওই ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ দুজনের মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এবিষয়ে রাজশাহী হাইওয়ে পুলিশ সংবাদ প্রতিনিধিদের জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে কিন্তু চালক ও হেলপার পালিয়ে গেছেন। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।