এসএম টিভি ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে, গতকাল শনিবার ১৯ জুন গভীর রাতে উপজেলার ললিতনগর গ্রামে। নিহত শিশুটি চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। নিহত শিশুর নাম সুমাইয়া।
পুলিশে সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত বাড়িতে টিভি দেখছিলো ঐ শিশুটি। এরপর একাই ঘুমাতে যায়। রবিবার ২০ জুন সকালে ঘুম থেকে উঠে তার বাবা-মা মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না। খোঁজাখুজির একপর্যায়ে বাড়ির পাশের একটি খড়ের গাদার নিচে সুমাইয়ার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত মরদেহটি ঘটনাস্থলেই ছিল। পুলিশ ইতোমধ্যেই লাশটির ময়নাতদন্তের প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
এ নিয়ে গোদাগাড়ী থানায় হত্যা মামলা হবে বলে জানা গেছে।