সোনাইমুড়ী নিউজ ডেস্কঃ রাজশাহীতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন। সোনাইমোড়ী ডেস্ক: বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহীতে আজ আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নারী দিবস উপলক্ষে রাজশাহী মহানগরীর সাহেব বাজারের জিরো পয়েন্টে একটি শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরার পরে রাজশাহী কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ করা হয়।
শোভাযাত্রা শেষে রাজশাহী কলেজের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র। এরপর নারী সংগঠন অ্যাডভোকেট দিল সেতারা চুনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার এছাড়াও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, মহিলা পরিষদ জেলা সভাপতিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।