সোনাইমোড়ী ডেস্ক: রাজশাহীতে হানিফ পরিবহনের একটি বাসে সঙ্গে মাইক্রোবাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষের ফলে নিহত হয়েছে ৯ জন। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বেলা পৌনে ২ টার সময়।
রাজশাহীর স্থানীয় সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান, আজ শুক্রবার বেলা পৌনে ২টার সময় কাটাখালী এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মাইক্রোবাস ও একটি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই নয়জন নিহত হয় এছাড়াও আহত হয়েছে বেশকয়েকজন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
দুর্ঘটনার পর ঐ সড়কে অনেক সময় যান চলাচল বন্ধ ছিল পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।