এসএম টিভি ডেস্ক: রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৭৬৩ জন ও নতুন করে মৃত্যু হয়েছে ১১ জনের। এ পর্যন্ত বিভাগে করোনা শনাক্ত হয়েছে মোট ৪৮ হাজার ৮৯১ জনের এবং মোট মৃত্যু হয়েছে ৭৫০ জন।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্যসূত্রে জানা গেছে,জেলায় গত এক দিন ৩২৬ জনের করোনা ধরা পড়েছে। একই দিনে জয়পুরহাটে ১১০, নাটোরে ৭০, নওগাঁয় ৬৭, পাবনায় ৬৫, চাঁপাইনবাবগঞ্জে ৫৩, বগুড়ায় ৩৬ এবং সিরাজগঞ্জে ৩৬ জনের করোনা ধরা পড়েছে।
অন্যদিকে, এক দিনে বিভাগে যে ১১ জন প্রাণ হারিয়েছেন তার মধ্যে চারজন চাঁপাইনবাবগেঞ্জর বাসিন্দা। এছাড়া বগুড়ায় তিনজন, রাজশাহীতে দুজন এবং নাটোর ও জয়পুরহাটে একজন করে মারা গেছেন করোনায়।