মঙ্গলবার (৩০ মে) রাত ২টার দিকে বর্তমান সময়ের জনপ্রয়ি তারকা শরীফুল রাজের ফেইসবুক ওয়াল থেকে মধ্যরাতে ফাঁস হলো,রাজ,সুনেহারা,ও তানজওম তিশার আপত্তিকর ভিডিও ও ছবি।
সেখানে মদ্যপ অবস্থায় দেখা গেছে অভিনেত্রী তানজিন তিশাকে।বর্তমান সময়ের জনপ্রয়ি অভিনেত্রী তানজিন তিশা। তার চেহারার একটা মিষ্টি ভবের জন্য সবাই তাকে বেশ নরম ও ভদ্র স্বভাবরের মনে করে।তিশার এধরনের ছবি ভক্তদের হতাশ করেছে।বর্তমান সময়ের জনপ্রয়ি অভিনেত্রী তানজিন তিশা। তার চেহারার একটা মিষ্টি ভবের জন্য সবাই তাকে বেশ নরম ও ভদ্র স্বভাবরের মনে করে।তিশার এধরনের ছবি ভক্তদের হতাশ করেছে।ভিডিও ও ছবিতে দেখা যায় তানজিন তিশা আছেন কোনো এক লিফটে মধ্যে। সেখানে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। এদিকে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সাথেও আপত্তি কর ছবি ও কথা বার্তার ভিডিও ফাস হয়। যদিও ভাইরাল এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি তিশা ও রাজ।ভিডিও গুলো রাজের ফেইসবুক ওয়াল ৎেকে শরিয়ে ফেলা হয়েছে। কিন্তু অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্টে বলেন, দয়া করে এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। কারণ আমি নিশ্চিত রাজের আইডি হ্যাকড হয়েছে। আর কে হ্যাক করেছে, সেটা আমরা সবাই জানি, প্রকাশ্যে হইচই করতে যার কোনো কারণ লাগে না। এ ভিডিওগুলো যারা ছড়াবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব। রাজকে আমি ১০ বছর ধরে চিনি।আর পুরনো বন্ধুর সাথে আমরা কিভাবে কথা বলি সেটা আমরা সবাই জানি।রাজের সাথে ন ডরাই ছবি করার সময় ছবির সুটিং সেটে যাতে স্ক্রিপ্ট অনুযায়ী খারাপ ভাষা ব্যাবহার করতে পারি তাই আমরা। দুজন দুজনের সাথে এভাবে কথা বলতাম।এর বেশি কিছুনা।আর ছবি ও ভিডিও দেখেই বোঝা যায় এগুলো পুরনো।তাই এটা নিয়ে বিব্রত না হওয়ার অনুরোধ রইলো।