মোঃ নুর আলম ইসলাম (রাঙ্গা) চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় দূর্জয় (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত যুবক ৩নং বন্দবেড় ইউনিয়নের ফলুয়ার চর গ্রামের মমিন চানের ছেলে বলে জানা গেছে।
মঙ্গলবার (৯ মার্চ) সকালের দিকে বন্দবেড় ইউনিয়নের প্রাক্তন ইউপি চেয়ারম্যান কবির হোসেনের বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসীর বিল্লাহ সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত দূর্জয় হোসাইন মোটরসাইকেল যোগে সকালে রৌমারী বাজারের দিকে যাওয়ার সময় প্রাক্তন ইউপি চেয়ারম্যান কবির হোসেনের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক্টর সামন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ট্রাক্টরটি আটক করে।