সোনাইমোড়ী ডেস্ক: রাজধানীতে লকডাউনের প্রথম দিনে রাস্তা এখন রিকশা আর সিএনজির দখলে।
সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে নিউমার্কেট, নীলক্ষেত, হাতিরপুল, শাহবাগ, মিরপুর রোড ঘুরে দেখা গেছে, রাজপথে কোনো গণপরিবহন চলছে না।
রাস্তাজুড়ে শুধু রিকশা আর সিএনজি বিশেষ করে রিকশা দেখা যাচ্ছে। হঠাৎ করে সাইরেন বাজিয়ে দ্রুত চলে যাচ্ছে অ্যাম্বুলেন্স। পুলিশের টহলও জোরদার করা হয়েছে।
বিশেষ প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাইরে বের হচ্ছেন না। কাঁচাবাজার, ওষুধের দোকান, খাবার হোটেল ছাড়া প্রায় সব মার্কেট এবং দোকানপাট বন্ধ রয়েছে।
ঘরে বসে অনলাইনে আফিসের কাজ করার সরকারি পরামর্শের কারণেও মানুষজনও রাস্তায় বের হয়নি।
যাদের বিশেষ দরকার, তারা রিকশা নিয়ে গন্তব্যে যাচ্ছেন।