সোনাইমোড়ি ডেস্কঃ চলমান লকডাউনের প্রথম পর্যায়টি ১২ ও ১৩ এপ্রিল সারাদেশে চলবে। এই দিনগুলিতে আন্তঃজেলা বাস এবং ট্রেন চলাচল করবে না। তবে আগের দিন দু’দিন শহরে গণপরিবহন চলবে।
লকডাউনের প্রথম ধাপ ১৩ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে-কাদের
0
710
Previous article
সোনাইমোড়ি ডেস্কঃ চলমান লকডাউনের প্রথম পর্যায়টি ১২ ও ১৩ এপ্রিল সারাদেশে চলবে। এই দিনগুলিতে আন্তঃজেলা বাস এবং ট্রেন চলাচল করবে না। তবে আগের দিন দু’দিন শহরে গণপরিবহন চলবে।
রোববার ঢাকায় তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেছেন, লকডাউনের প্রথম পর্ব শেষ হবে আজ। কঠোর এবং সর্বনিম্ন লকডাউন ১৪ ই এপ্রিল থেকে শুরু হবে। তবে, ১২ এবং ১৩ এপ্রিল কী হবে তা সম্পর্কে অনেকেই জানতে চান। প্রথম পর্বের চলমান লকডাউনটি ১২ এবং ১৩ এপ্রিল অব্যাহত থাকবে ।
sonaymoritv is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry. Fashion fades, only style remains the same. Fashion never stops. There are always projects, opportunities. Clothes mean nothing until someone lives in them.
Contact us: smtvlive2022@gmail.com
© Copyright - sonaymoritv - All rights reserved.