সোনাইমোড়ী ডেস্ক: লক্ষ্মীপুরে একটি বাজারে আগুন লাগে পুড়ে গেছে ২৮ টি দোকানসহ ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে লক্ষীপুরের রায়পুর উপজেলার খাসের হাট বাজারে। স্থায়ী সংবাদ প্রতিনিধি জানান মঙ্গলবার ২ মার্চ ভোর চারটার সময় রায়পুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে এলাকাবাসী আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে আগুনের সূত্রপাত খোজার চেষ্টা করে প্রাথমিকভাবে ধারণা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে অগ্নিকাণ্ডের দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও থানার ওসিসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুড়ে যাওয়া দোকান গুলোর মালিকরা জানান তাদের মুদির দোকান, কাপড়ের দোকান, ইলেকট্রনিক,সেলুন, স্বর্ণালঙ্কার কাঁচাবাজারসহ বিভিন্ন ধরনের দোকানপাট মিলে মোট ২৮ টি দোকান পুড়ে গেছে এখন তারা সব হারিয়ে সর্বশান্ত।সব দোকানদারদের ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাবসা করতে হয়েছে।এখন তাদের দাবি সরকার তাদের সহযোগী না করলে পথে বসতে হবে।