সোনাইমোড়ী ডেস্ক: লক্ষ্মীপুরে একই দিনে পানিতে পরে তিন শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, গতকাল রবিবার সন্ধ্যার সময় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলো- মো. আবদুল্লাহ, তানজিদুল ইসলাম ও জান্নাতুল মুনতাহা।
স্থানীয়রা সোনাইমোড়ী সংবাদকে জানান, গতকাল রবিবার বিকালে বাঞ্চানগর এলাকার মোহন মিয়ার নামের এক ব্যক্তির ছেলে আবদুল্লাহ সবার অজান্তে খেলতে গিয়ে বাড়ির পুকুরের পানিতে ডুবে যায়।
এরপর তাকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজার পর পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একইভাবে হামছাদীর জান্নাতুল মুনতাহা ও শাকচরের তানজিদুল ইসলাম নামের দুই শিশু একই ভাবে পানিতে ডুবে মারা যান। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।