সোনাইমোড়ী ডেস্ক: লক্ষ্মীপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মৃত্যুর কারণ জানা যায়নি। জানা গেছে, গতকাল শুক্রবার ২ এপ্রিল রাতে সদর উপজেলার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক সূত্র জানা গেছে, দুপুরে খাবার খেয়ে মেয়েটি নিজের রুমে যায়। এরপর থেকেই দরজা বন্ধ ছিল। সন্ধ্যায় নামাজের সময়ে ডাকার পরে তার সাড়া শব্দ না পেয়ে দরজায় ধাক্কা দেন। তখনও কোনো সাড়া না পেয়ে পরে প্রতিবেশীদের বিষয়টি জানালে তারা জানালা দিয়ে দেখার চেষ্টা করেন। এ সময় জানালার সঙ্গে মেয়েটিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করেন। এবিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনাইমোড়ী সংবাদকে জানান, খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযাগ না থাকায় কোনো মামলা হয়নি।
লক্ষ্মীপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা।
0
711